রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অনশন

সাভার প্রতিনিধি

ঢাকার অদূরে আশুলিয়ার মেডলার এ্যাপারেলস লিমিটেডের ২৪৫ জন শ্রমিককে বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতীকী অনশন পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় আশুলিয়ার বাইপাইলের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান গার্মেন্ট শ্রমিক মিন্টু, রহিমা, নিলুফা, আসমা বক্তব্য রাখেন। এদিকে, কর্মসূচি চলাকালে আশুলিয়া থানা পুলিশ আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এসে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ওই কারখানার শ্রমিক আতাউর রহমান ও মোকসেদকে  আটক করে থানায় নিয়ে যায়। পরে তাৎক্ষণিক আদালতে পাঠানো হয়।

আদালত তাদের জামিন মঞ্জুর করে মুক্তি দেয়।  আশুলিয়া থানার কমিউনিটি পুলিশ পরিদর্শক এ কে এম ফজলুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে কারখানা ভাঙচুরের মামলা রয়েছে।

সর্বশেষ খবর