বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রাথমিকে অনিয়ম নিয়ে অভিযোগের পাহাড়

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর ও সংস্থায় নানা দুর্নীতি ও অনিয়ম নিয়ে অভিযোগের পাহাড় জমেছে। এ বিষয়ে ২০১৯-২০২০ অর্থবছরে ২১৫৮ অডিট আপত্তি দিয়েছে সরকারের অডিট বিভাগ। এর মধ্যে তারা নিষ্পত্তি  করতে পেরেছে মাত্র ৯০৩ অডিট আপত্তি। ফলে এখনো ১২৫৫টি অডিট আপত্তি অনিষ্পন্ন রয়ে গেছে। কমিটি দ্রুত এসব অডিট আপত্তি অডিট বিভাগের চাহিদা মোতাবেক নিষ্পন্ন করার সুপারিশ করে।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৯ম বৈঠকে এ সুপারিশ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ চুমকি, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, মো. মোশারফ হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর