রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর স্মরণে ভাস্কর্য নয়, কল্যাণমূলক কিছু করুন : বাহাদুর শাহ

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে একটি মহল দেশে অনাকাক্সিক্ষত অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আমরা বলতে চাই- বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য নয়, জনকল্যাণমূলক কীর্তি যেমন হাসপাতাল বা মসজিদ প্রতিষ্ঠা করুন। গতকাল রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। পরিষদের সভাপতি এম এম নাঈম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ গোলাম হায়দার হাসিবের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। সৈয়দ বাহাদুর শাহ বলেন, ৯০ শতাংশ মুসলমানের এই দেশে আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিগত ঐতিহ্য এক বৈশ্বিক রোল মডেল হিসেবে বিশ্বমাঝে আসন করে নিয়েছে। হাজার বছর ধরে সুফি-আউলিয়ারা শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন স্থাপন করছেন।

যার যার ধর্মমত অনুসারে সহাবস্থানের নীতিতে বিশ্বাসী এ দেশের মানুষ।

 

সর্বশেষ খবর