বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিলেটের শীর্ষ দুই ডাকাত ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের শীর্ষ দুই ডাকাতকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে ঢাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই ডাকাত হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পুরান নোয়াকোট গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবদুল হক (৪৪) ও দক্ষিণ সুরমা থানার মোমিনখলা গ্রামের মৃত তুরু মিয়ার ছেলে শফিউর রহমান আজিজ (৩৬)। পুলিশ জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার শিপন হাজারিকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি পাইপগান, ১টি গ্রিল কাটার ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।  এরপর থেকে শিপন হাজারির সহযোগী ডাকাতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে জেলা পুলিশ। এর অংশ হিসেবে গতকাল ভোরে ঢাকার তেজগাঁও থানাধীন ফার্মগেটের হোটেল গ্রিন প্যালেস ইন্টারন্যাশনাল থেকে ডাকাত সর্দার আবদুল হক ও তার সহযোগী শফিউর রহমান আজিজকে গ্রেফতার করা হয়। আবদুল হকের বিরুদ্ধে ডাকাতির ১০টি মামলা রয়েছে। আজিজের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, ডাকাত হাজারি ও আবদুল হকের অন্য সহযোগীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এই ডাকাত দলের সব সদস্যকে গ্রেফতার করা গেলে সিলেটে ডাকাতির ঘটনা প্রায় বন্ধ করা সম্ভব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর