বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জবা গাছে সাদা গোলাপি দুই ধরনের ফুল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জবা গাছে সাদা গোলাপি দুই ধরনের ফুল

রংপুর নগরীতে একটি জবা গাছে সাদা ও গোলাপি দুই রঙের ফুল ফুটেছে। তা দেখতে আশপাশের লোকজন ভিড় করছেন। হিন্দু ধর্মাবলম্বীরা জবাফুল পূজার অন্যতম উপাদান হিসেবে ব্যবহার করেন। সরেজমিন জানা গেছে, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের হরিরামপুরের কমলচন্দ্র সরকার ৫ বছর আগে একটি জবাফুলের ডাল এনে বাড়িতে রোপণ করেন। এর বছরখানেক পর গাছে ফুল ফুটতে শুরু করে।  প্রথম থেকেই দুই রঙের ফুল ফুটলেও বিষয়টি অতটা গুরুত্ব দেননি কমলের পরিবার। প্রায় এক বছর হলো গাছটিতে ফুল ধরার পরিমাণ বেড়ে যাওয়ায় আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে গাছটি। সাদা এবং গোলাপি রঙের ফুটন্ত জবা গাছটির চারপাশে এনে দিয়েছে ভিন্ন আমেজ। অনেকেই কৌতূহলী হয়ে গাছটি দেখতে যাচ্ছেন।  কমলচন্দ্র সরকার জানান, তাদের ধর্মের অনেক মানুষ পূজার জন্য প্রতিদিন ফুল নিতে আসছেন। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০টি ফুল গাছ থেকে পূজার জন্য নেওয়া হয়। তারপরও গাছের প্রায় প্রতিটি ডালে ফুল রয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর