শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী সাহেরা মার্কেট এলাকার টাস নিট ফ্যাশন লিমিটেড কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শিল্পপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, কর্মরত শ্রমিকরা গত এপ্রিলের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ পাওনা পরিশোধে নির্দিষ্ট সময় দিতে না পারায় শ্রমিকরা ক্ষুব্ধ হন। গতকাল সকাল সাড়ে ৯টায় উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুুপুরের দিকে তারা টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে শ্রমিকরা কারখানায় গিয়ে কর্মবিরতি পালন করেন। শ্রমিক মিজানুর রহমান বলেন, ‘মালিক আমাদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করেন না। এপ্রিলের বেতন ও ঈদ বোনাস এখনো পাইনি।

 কখন পাওনা পরিশোধ করবেন সে বিষয়েও আমাদের কিছুই জানানো হয়নি।’ এ ব্যাপারে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল বলেন, ‘আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। দ্রুতই বেতন-বোনাস পরিশোধ করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর