রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

যাত্রী পরিবহনের আড়ালে ফেনসিডিলের ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

যাত্রী পরিবহনের আড়ালে ফেনসিডিলের ব্যবসা

রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২৮৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। শুক্রবার রাতে নিউমার্কেটের পাশে বলাকা শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলো- আন্তজেলা মাদক কারবারি চক্রের সদস্য সবুজ মিয়া, কামরুজ্জামান ও আজিমুল।

গতকাল র‌্যাব-২-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের একটি বড় চালান গাবতলী মিরপুর রোড হয়ে রাজধানীতে প্রবেশ করবে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর নিউমার্কেটের পাশে বলাকা শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় আন্তজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানায়, প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে তারা মাদক ঢাকায় নিয়ে আসত। এ সময় তারা প্রাইভেটকারে লুকিয়ে আনা মাদকের কথা স্বীকার করে এবং তল্লাশিকালে প্রাইভেটকারের পেছনের বক্স থেকে ২৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তারা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বহন করে ঢাকায় এনে বিভিন্ন মাদক কারবারির কাছে হস্তান্তর করে আসছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর