মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা
করোনাকালে বসুন্ধরা গ্রুপের সহায়তা

দুর্দিনে উপহার পেয়ে আবেগাপ্লুত দরিদ্ররা

নিজস্ব প্রতিবেদক

দুর্দিনে উপহার পেয়ে আবেগাপ্লুত দরিদ্ররা

ঈদ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

করোনার এই কালবেলায় কর্মহীন, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। প্রতিদিনই দেশের নানা প্রান্তে শত শত মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ঈদ উপহার। গতকাল এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গাজীপুর সদর, কাপাসিয়া; ঢাকার আশুলিয়া, নবীনগর, ধামরাই; নারায়ণগঞ্জ সদর, সোনারগাঁ, রূপগঞ্জ; ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, ফুলবাড়িয়া; নরসিংদীর মনোহরদী ও ব্রাহ্মণবাড়িয়ায়। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে অনেকেই কেঁদে ফেলেছেন। কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আশীর্বাদ করেছেন বসুন্ধরা গ্রুপকে। আর তাঁদের বক্তব্যেই উঠে এসেছে নিম্নবর্গের মানুষের দুর্দিনের কথা। গাজীপুর শহরের জয়দেবপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধবা আছিয়া বেগম (৬২) কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘তিন বেলা ভাত জোগাড় করা যেহানে (যেখানে) অনিশ্চিত, হেন (সেখানে) ঈদের সেমাই-চিনি কেনা ছিল কল্পনার বাইরে। দুই পা অচল, তার ওপর লকডাইন। তাই কোন হানে (কোথাও) যাইতাম পারতাছিলাম না। আচমকা ফেরেস্তার মতো হাজির হইছে বসুন্ধরা গ্রুপ। খালি সেমাই চিনি না, চাল-ডাল, তেল, ছোলা, লবণসহ ঈদে যা লাগে সবই দিছে বসুন্ধরা। বসুন্ধরার মালিক গরিবের বন্ধু। আল্লাহ তাঁরে বাঁচায়া রাখুন, হের আরও উন্নতি করুক।’

এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর খিরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসুন্ধরার উপহার বিতরণ করা হয় অসহায় মানুষের মাঝে। দুই স্থানেই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান। চর খিরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. নিজাম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন মোল্লা, অধ্যাপক মুমিনুল ইসলাম কাঞ্চন প্রমুখ। বিকালে আশুলিয়ার জামগড়া এলাকার ইয়ারপুর গ্রামের কয়েকশ অসহায় মানুষের হাতে বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের  আহ্বায়ক কমিটির সদস্য মো. সুমন আহমেদ ভুইয়া, দিব্য ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবেল আহমেদ এবং শুভসংঘ শাখা কমিটির উপদেষ্টা আবুল বাশার ঝন্টু। একই দিন ঢাকার নবীনগরের নিরিবিলি এলাকার একটি বস্তির শতাধিক অতিদরিদ্র মানুষের হাতেও বসুন্ধরার ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রানা শেখ এবং শুভসংঘের জয় নাথ, সাকিবুল ইসলাম, সোপান সুলতানা প্রমুখ। ঢাকার ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায়, দুস্থ, দিনমজুর ও হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন ধামরাই থানার ওসি আতিকুর রহমান। নারায়ণগঞ্জে বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার সামগ্রী পেয়েছে ৩০০ অসহায় মানুষ। এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এদিন সকালে বসুন্ধরার ঈদ উপহার পেয়ে হাসি ফুটেছে চার শতাধিক পরিবারের। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয়ে দুপুরে ২৫ কেজি ওজনের বসুন্ধরার উপহার (চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় জিনিস) তুলে দেওয়া হয় ৩০০ অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের হাতে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে বসুন্ধরার উপহার পেয়েছেন তিন শতাধিক অসহায় মানুষ। উপহার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল মালেক সরকার, শুভ সংঘের প্রধান উপদেষ্টা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হারুন আল মাকসুদ, কমিউনিটি পুলিশিং শাখার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ। এদিকে ময়মনসিংহ নগরীর সংবাদপত্র বিক্রেতাদের হাতেও পৌঁছেছে বসুন্ধরার ঈদ উপহার। গতকাল বিকালে নগরীর মুকুল নিকেতন স্কুল মাঠে এক অনুষ্ঠানে এই উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নুরুল আফছার। ভালুকায় দুপুরে তামাট ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে বসুন্ধরার ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বসুন্ধরার উপহার নিতে গতকাল বিকালে জড়ো হয়েছিলেন অসহায় মানুষ। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ উদ্যোগের প্রশংসা করেছেন। বসুন্ধরা ঈদ উপহার দেওয়া হয়েছে নরসিংদীর মনোহরদীতেও। মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর