ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আসছে বাজেটে প্রণোদনার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ করছি। যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে। গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এফবিসিসিআই সভাপতি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এমএ মোমেন, আমিন হেলালী সহ পরিচালকরা উপস্থিত ছিলেন। এফবিসিসিআই সভাপতি বলেন- ছোট ছোট অনেক সেবাখাত আছে, যেগুলো করোনায় পথে বসেছে। প্রধানমন্ত্রী আগে যে প্যাকেজ ঘোষণা করেছেন তাতে বড় ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন। ছোটদের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও অনেকেই সুবিধা পাননি। যারা পাননি তাদের কাছে টাকাটা পৌঁছানোর জন্য এফবিসিসিআই কাজ করবে। করোনার দ্বিতীয় ধাপে ক্ষতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একটি প্যাকেজ বাজেটে বরাদ্দ দেবেন সেই আশা করছি।
জসিম উদ্দিন বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কভিড-১৯ মোকাবিলা করা। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য এবং ২০৪১ সালে উন্নয়নশীল দেশে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী যে ভিশনগুলো নিয়েছেন সেগুলো ব্যবসায়ীরাই বাস্তবায়নের কাজ করবে।