শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

পাল্টে যাচ্ছে দ্বীপ মেহেন্দীগঞ্জ

রাহাত খান, বরিশাল

প্রমত্তা মেঘনা নদীর ভাঙনে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের প্রায় ৮০ ভাগ এলাকা বিলীন হয়েছে অনেক আগে। ভাঙনের হুমকিতে ছিল ঐতিহ্যবাহী উলানিয়া জমিদার বাড়ি, সাড়ে ৩০০ বছরের পুরনো মসজিদ, বাজার এবং আশপাশের ৮০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। দেরিতে হলেও উলানিয়া এবং গোবিন্দপুর রক্ষায় ৩৮৪ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। এতে স্বস্তি এসেছে স্থানীয়দের মাঝে। তবে বর্ষা ও বন্যায় জোয়ারের পানির প্লাবন রোধে এবার বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ বলেন, নদীর তীর সংরক্ষণ কাজে শুধু উলানিয়া-গোবিন্দপুর নয়, পুরো মেহেন্দীগঞ্জ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। সরকার হিজলা-মেহেন্দীগঞ্জের নদী ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ানোয় খুশি জনসাধারণ। বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্লাবন থেকে স্থানীয় জনসাধারণের জানমাল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিব বলেন, যথা সময়ে শেষ হবে মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজ। বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে কাজের গুণগত মান নিশ্চিত করা হচ্ছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেন, উলানিয়াবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হচ্ছে। বেড়িবাঁধ দাবির বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খতিয়ে দেখতে সরেজমিন বিশেষজ্ঞ দল পাঠাবেন।

তাদের প্রতিবেদনের ভিত্তিতে দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জের মানুষের জানমাল রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

উলানিয়া-গোবিন্দপুর ছাড়াও একই আসনের হিজলার আলীগঞ্জে ১০০ কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তীর সংরক্ষণের আরেকটি প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। এ ছাড়া মেঘনার ভাঙন থেকে পুরাতন হিজলা, হরিনাথপুর এবং বাউশিয়া এলাকা রক্ষায় ৬০০ কোটি টাকার আরেকটি প্রকল্প একনেকে পাসের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর