রাজধানীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবির গুলশান বিভাগের এসি দেবাশীষ কর্মকার জানান, বৃহস্পতিবার বিকালে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আলী আজগর ওরফে কালু ফকির এবং মো. মনির মিয়া। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে বিশেষ কায়দায় লুকিয়ে পিকআপ ভ্যানে করে গাঁজা নিয়ে ঢাকা হয়ে বগুড়া যাচ্ছিল। পিকআপ ভ্যানের পাটাতনের নিচ থেকে ৫০ কেজির ২৫টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের টেকনিক্যাল যাত্রী ছাউনি থেকে ৪০ কেজি গাঁজাসহ সেলিম নামে একজনকে গ্রেফতার করা হয়। সেলিম দুটি চটের বস্তা নিয়ে টেকনিক্যাল যাত্রী ছাউনিতে অপেক্ষা করছিলেন। একটি বস্তা থেকে ২২ কেজি ও আরেকটি বস্তা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সে গাঁজাগুলো কুমিল্লা থেকে নিয়ে আসে। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। মাদক আইনে তার বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হয়েছে। এদিকে ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩৬ গ্রাম হেরোইন ও ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়।