রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানের বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা হিসেবে পাকিস্তানের বিচারের দাবিতে ঢাকায় দেশটির হাই কমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। গতকাল বেলা ১১টার দিকে তারা ব্যানার ও প্লাকার্ড নিয়ে ‘পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও চরমপন্থি রুখে দাঁড়াও’ শীর্ষক এই মানববন্ধন করে। মানববন্ধনের বক্তারা বলেন, পাকিস্তান একাত্তরে মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলাদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ষড়যন্ত্রের জাল বিস্তার করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এই পরিকল্পনারই অংশ। এখন আফগানিস্তানে জঙ্গিদের মদদ দিচ্ছে, কাশ্মীর পরিস্থিতি অশান্ত করতে উস্কানি দিচ্ছে। গোটা উপমহাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করা পাকিস্তানের লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর