বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দেশের প্রথম তারবিহীন নগরী হচ্ছে সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দেশের প্রথম তারবিহীন নগরী হতে যাচ্ছে সিলেট। ইতিমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) গৃহীত পাইলট প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুরু হতে যাচ্ছে মেগা প্রকল্পের কাজ। এ লক্ষ্যে প্রথম ধাপে নগরীর প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ ১১টি প্রধান সড়কের উভয় পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে মেগা প্রকল্পের আওতায় পুরো নগরীকে তারমুক্ত করতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমানের কাছে পৃথক আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন। এই পত্রের আলোকে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট নগরীর প্রধান ১১টি সড়কের পাশের বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়ার প্রকল্পের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর