বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও টিভি উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার সাত বছরেও হয়নি বরং ৫২ বার তদন্ত প্রতিবেদন পেছানো গভীর ষড়যন্ত্র। এ হত্যাকাে র বিচারে সরকারের আন্তরিকতার প্রচ ঘাটতি দেখা যচ্ছে। ফারুকী হত্যার বিচার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা একথা বলেন। মানববন্ধন শেষে হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
ইসলামী ফ্রন্ট নেতা হেলাল উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, মাসউদ হোসাইন, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মুহাম্মদ মারুফ রেযা, রেজাউল করিম ইয়াসিন, মুহাম্মদ আরিফ খান, মুহাম্মদ আবদুল হাকিম, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, হাজী মুহাম্মদ রুবেল প্রমুখ।