শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ক্ষমতাসীনদের সমালোচনা সহ্য করতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রকে মজবুত করতে ক্ষমতাসীনদের সমালোচনা সহ্য করতে হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা এখনো মজবুত হয়নি। এখনো বিএনপি-জামায়াত চক্রান্তের মাধ্যমে সরকার উৎখাতের খেলায় লিপ্ত রয়েছে। গতকাল গুলিস্তানে জাসদ অফিসের কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, মো. মোহসীন, সাইফুজ্জামান বাদশা, কাজী সালমা সুলতানা, জাহিদুল আলম, হারুন-অর-রশীদ সুমন প্রমুখ।

হাসানুল হক ইনু বলেন, দেশের গণতন্ত্র-আইনের শাসন-সাংবিধানিক প্রক্রিয়া-মুক্তিযুদ্ধের চেতনা এখনো নিরাপদ নয়। বিএনপি-জামায়াত জঙ্গি চক্র দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীনরা         দুর্নীতি-লুটপাট-ক্ষমতাবাজিতে লিপ্ত রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মুক্তিযুদ্ধসহ ঐতিহাসিক             মীমাংসিত বিষয়সমূহকে অমীমাংসিত করার সব             অপচেষ্টা বন্ধ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর