শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

‘ব্রিফকেসবন্দী’ ২১০টি পত্রিকা বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘ব্রিফকেসবন্দী’ ২১০টি পত্রিকা বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

ডিক্লারেশন নিয়েও প্রকাশিত হচ্ছে না ‘ব্রিফকেসবন্দী’ এমন ২১০টি পত্রিকা বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ তথ্য জানিয়েছেন। রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পত্রিকা বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে। ড. হাছান মাহমুদ বলেন, সংবাদপত্র সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অনেকেই ডিক্লারেশন নিয়ে পত্রিকা বের করেন না। তাদের জন্য মূলধারার গণমাধ্যমগুলো বিপদে পড়ছে। এ কারণে আমরা এসব পত্রিকা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের এই উদ্যোগের সঙ্গে রয়েছেন বলে। তথ্যমন্ত্রী আরও বলেন, করোনাকালে সব সংবাদপত্র বিপদে পড়েছিল, যার কারণে অনেকেই কর্মী ছাঁটাই করেছেন। আমি তাদের অনুরোধ করব ছাঁটাইকৃত কর্মীদের চাকরিতে পুনর্বহাল করতে। একই সঙ্গে সাংবাদিকদের বীমার আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।

এতে সাংবাদিকরা উপকৃত হবেন এবং মালিকরা তাদের কর্মীদের প্রতি দায়িত্ব পালন করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর