শিরোনাম
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৯৫ জামায়াত নেতার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ সদস্য তারেক হত্যা মামলার বিচার শুরু হয়েছে। গতকাল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরীর আদালতে এ বিচার কাজ শুরু হয়। যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেইন সাঈদী রায়ের বিরুদ্ধে প্রতিবাদে জামায়াতের সৃষ্ট নাশকতা ঠেকাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন পুলিশ কনস্টেবল তারেকুল ইসলাম। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ অক্টোবর ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আইয়ুব খান বলেন, মামলায় পুলিশ জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের দক্ষিণ জেলা আমির জাফর সাদেকসহ ৯৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত তা আমলে নিয়ে বিচার কাজ শুরু করার আদেশ দিয়েছে।

সর্বশেষ খবর