বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফেনীর ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ফেনী প্রতিনিধি

ফেনীতে ঘটে যাওয়া হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার অনিন্দ ব্যানার্জি। গতকাল দুপুরে তিনি শহরের ক্ষতিগ্রস্ত জয়কালী বাড়ি, জগন্নাথ বাড়ী ও রাজ কালী মন্দিরসহ লুট হওয়া দোকানপাট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিনের। এটি আছে এবং ভবিষ্যতেও বজায় থাকবে। বাংলাদেশ সম্প্রতি সব ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। তারা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে আছে এবং থাকবে। ভারত সবসময় বাংলাদেশের মঙ্গল কামনা করে। তবে হামলা-ভাঙচুরের বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেবনাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিলনাথ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর