বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধ প্রশ্নে এক সপ্তাহ সময় পেল প্রেস কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের বিষয়ে হাই কোর্টে এক সপ্তাহের সময় পেয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তাদের সময় আবেদন মঞ্জুর করে। আদালতে প্রেস কাউন্সিলের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু। ২৮ সেপ্টেম্বর বিটিআরসি হাই কোর্টকে জানিয়েছিল, তথ্য মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত সব অনলাইন নিউজপোর্টাল ও অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর রিট পিটিশনে সংযুক্ত থাকা নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজপোর্টাল বাদে অনিবন্ধিত সব নিউজপোর্টাল বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট।

আদালতের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর