উদয়ন স্কুলের সাবেক প্রিন্সিপাল হালিমা কবির আর নেই। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত সোমবার লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রেখা কবির নামেই বেশি পরিচিত ছিলেন হালিমা কবির। লন্ডনের হেনডন মসজিদে জানাজার পর বুধবার তাকে মিল হিল কবরস্থানে দাফন করা হয়। হালিমা কবির ঢাকা ইংলিশ প্রিপারেটরি স্কুলের প্রিন্সিপাল ছিলেন, স্বাধীনতার পর এই স্কুলই উদয়ন বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। শিক্ষক এবং শিল্পী হিসেবে পরিচিত হালিমা কবির মরহুম নুরুল আমিন ও আয়েশা খাতুনের কন্যা ও প্রয়াত নুরুল কবিরের সহধর্মিণী ছিলেন। মৃত্যুকালে হালিমা কবির ছেলে জুনায়েদ কবির এবং মেয়ে নাদিয়া কবির বার্ব, পুত্রবধূ অ্যান কবির, জামাতা রজার বার্ব, ছয় নাতি-নাতনি, দুই ভাই, পাঁচ বোন অসংখ্য বন্ধুবান্ধব, ছাত্র-ছাত্রী এবং শুভাকাক্সক্ষী রেখে গেছেন।