রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সিটি ব্যাংক চালু করল ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকিং

নিজস্ব প্রতিবেদক

সিটি ব্যাংক চালু করল ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকিং

গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘সিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় -বাংলাদেশ প্রতিদিন

সিটি ব্যাংক গ্রাহকদের জন্য নতুন রূপে ইসলামি ব্যাংকিং সেবা ‘সিটি ইসলামিক’ চালু করল। গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘সিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে স্বল্প পরিসরে পরিচালিত হয়ে আসা ‘সিটি মানারাহ’কে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে সিটি ব্যাংক নিয়ে এসেছে সিটি ইসলামিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, শরীয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংকটির চালু করা এই ব্যাংকিংয়ে সিটি ব্যাংকের গ্রাহকরা এখন থেকে দেশব্যাপী দেড়শ শাখা, উপশাখা, সিটিজেম ও এসএমই সেন্টারসমূহে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পরিপূর্ণ শরীয়া ও উন্নত প্রযুক্তি ভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। সিটি ব্যাংকের বিশ্বমানের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সিটিটাচের মাধ্যমেও গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা নিতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর