বরিশালের হিজলা উপজেলার কলেজছাত্রী আসপিয়া ইসলামকে ঘরসহ পুলিশে চাকরির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। তিনি জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গতকাল ফোন দিয়ে জানিয়েছেন আসপিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। তিনি আসপিয়ার স্থায়ী ঠিকানা এবং চাকরির জন্য তাকে সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর জেলা পুলিশের চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা অনুযায়ী তাকে চাকরির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক। পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, ‘পুলিশ কনস্টেবল পদে আসপিয়ার নিয়োগ বাতিল করা হয়নি। নিয়োগ আবেদনে তার স্থায়ী ঠিকানা ভুল উল্লেখ ছিল। বিষয়টি ভেরিফিকেশনে উঠে আসে। তার চাকরি হবে না তা কখনো বলা হয়নি। যোগ্যতা অনুযায়ী যাতে সে নিয়োগবঞ্চিত না হয় নিয়মের মধ্যে থেকে সেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনায় আত্মহারা আসপিয়া ও তার পরিবার। গতকাল সন্ধ্যায় মুঠোফোনে আসপিয়া ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ সাত স্তর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও শুধু স্থায়ী ঠিকানা না থাকায় চলমান পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হবে না বলে গত সপ্তাহে হিজলার কলেজছাত্রী আসপিয়া ইসলামকে জানিয়ে দিয়েছিলেন ওই থানার ওসি মো. ইউনুস মিয়া। বুধবার জেলা পুলিশ লাইনসে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের কাছে প্রতিকার চাইতে যান তিনি। নিয়মের বেড়াজালের কারণে আসপিয়াকে কোনো ভরসা দিতে না পারলেও সমবেদনা জানিয়েছিলেন ডিআইজি। এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের জরুরি সেবা
- চট্টগ্রামে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
- শাবিপ্রবি উপাচার্যের গাড়ি অবরোধ করলেন ছাত্রদল নেতারা
- সোনারগাঁয়ে সাত তলা থেকে পড়ে রং মিস্ত্রি নিহত
- ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
- অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে বাংলাদেশের অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সমর্থন
- ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- নানা আয়োজনে নেত্রকোনায় জুলাই দিবস পালিত
- বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো জার্মানি
- বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যতের প্রত্যাশায় সংহতি কানাডার
- প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির ৭ দফা সুপারিশ
- নড়াইলে গণঅভ্যুত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা পালন
- হাসিনাকে ফেরতসহ ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান
- পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু
- নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল
- ব্রিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা
- গোপালগঞ্জে জামায়াত-বিএনপির পৃথক বিজয় মিছিল
- বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের সাহসিকতার প্রতি সম্মান জানালো ইইউ
- কিশোরগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবর জিয়ারত
- ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই’র দেশব্যাপী বিক্ষোভ, ছয় এমপিএ গ্রেফতার