শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুশি শিশু পরিবারের শিশুরা

চার জেলায় বসুন্ধরার কম্বল বিতরণ

প্রতিদিন ডেস্ক

বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুশি শিশু পরিবারের শিশুরা

খুলনা বিভাগের চার জেলা চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল ও মেহেরপুরে গতকাল কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় সরকারি শিশু পরিবারের (বালিকা) শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপের উপহার কম্বল। বসুন্ধরার কম্বল পেয়েছে মাগুরার তিন উপজেলার ১ হাজার অসহায় শীতার্ত মানুষ। নড়াইলে ৪০০ অসহায়, দুস্থ, প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিত এবং মেহেরপুরে ১ হাজার অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কণ্ঠ শুভসংঘ। প্রতিনিধিদের পাঠানো খবর- 

চুয়াডাঙ্গা : সরকারি শিশু পরিবারের (বালিকা) শিশুদের হাতে গতকাল বসুন্ধরা গ্রুপের উপহার কম্বল তুলে দেওয়া হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গা কালের কণ্ঠ শুভসংঘের পক্ষ থেকে শিশু পরিবারের শিশুদের জন্য কম্বল পাঠানো হয়। শিশু পরিবারে থাকা সব শিশু কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। সরকারি শিশু পরিবারের শুকতারা খাতুন উচ্ছ্বাস প্রকাশ করে বলে, ‘আমি খুবই খুশি। আজ আমার দুটি খুশির খবর। আমি আজ এসএসসি পাস করলাম এবং আজই কালের কণ্ঠ শুভসংঘের কম্বল পেলাম। আমি লেখাপড়া করার সময় শীতে কম্বল গায়ে দিয়ে পড়তে বসব।’ শিশু পরিবারের ছোট্ট শিশু খাদিজা খাতুন শিশু শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, কম্বল পেয়ে সে খুব খুশি হয়েছে। কম্বলের রংটি তার খুবই পছন্দ হয়েছে। গতকাল দুপুর ১টায় কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা চুয়াডাঙ্গার সরকারি শিশু পরিবারে (বালিকা) গিয়ে শিশুদের হাতে কম্বল তুলে দেন। এ সময় শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রোম্মানা বিলকিস, কালের কণ্ঠ শুভসংঘের চুয়াডাঙ্গা জেলা কমিটির উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মানিক আকবর, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার, সাংবাদিক মশিউর রহমান, জিহাদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রোম্মানা বিলকিস বলেন, এখানকার শিশুদের চোখেমুখে খুশির ঝলক দেখা গেছে। কম্বল পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে পড়েছে।

মাগুরা : মাগুরার শ্রীপুরে গতকাল সকালে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে তিন উপজেলায় ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ শেষ হয়েছে। কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি খন্দকার আবু আনছার নাজাত আশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম হোসেন, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, মাগুরা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামীম খান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, নাসিরুল ইসলাম, জিন্নাত হোসেন, মোহাম্মদ সাইফুল্লাহ, লেলিন জাফর, বিকাশ বাছাড়, তাছিন জামান, জুয়েল হাসান, মহসিন মোল্যা। শ্রীপুরে ৩৫০ জন শীতার্তের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কম্বল বিতরণের মধ্য দিয়ে পর্যায়ক্রমে জেলার তিন উপজেলায় ১ হাজার কম্বল বিতরণ শেষ হলো।

নড়াইল : নড়াইলে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি ডা. মশিউর রহমান বাবু, নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, নিউজ-২৪ ও বাংলাদেশ প্রতিদিনের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ হোসেন, কালের কণ্ঠের নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, যুবলীগ নেত্রী নাসিমা রহমান পলিসহ অনেকে। নড়াইলের বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ, প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিতদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

মেহেরপুর : মেহেরপুরে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে ১ হাজার কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। গতকাল সকালে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মেহেরপুর জেলা প্রেস ক্লাব সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান প্রমুখ। এ ছাড়া মুজিবনগর ও গাংনী উপজেলায় কম্বল বিতরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর