শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় ৯ বছর বয়সের ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে শাকিল আহমেদ (২০) নামের ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিশু শিক্ষার্থীদের কোরআন শিক্ষার কার্যক্রম চলছে। আশপাশের শিশু শিক্ষার্থীরা সেখানে থাকত। মাদ্রাসা কর্তৃপক্ষ সেখানেই থাকা-খাওয়ার ব্যবস্থা করেন। এ জন্য দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বুধবার মাদ্রাসার এক ছাত্রকে শিক্ষক শাকিল নিজ কক্ষে ডেকে নেন। এ সময় তিনি দায়িত্ব পালন করছিলেন। পরে ছাত্রকে তার কক্ষেই বলাৎকার করেন। ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রকে হুমকিও দেন। বলাৎকারের শিকার ছাত্র কৌশলে মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায়। পরে সে বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনাটি প্রকাশ করে এবং মাদ্রাসায় আর যাবে না বলে অভিভাবকদের জানায়। ওসি জানান, ওই ছাত্রের পরিবারের মাধ্যমে জানার পর বাগমারা থানার পুলিশ বিষয়টি তদন্ত করে এবং বলাৎকারের শিকার শিশুর সঙ্গে কথা বলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর