শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শামীম ওসমানকে প্রধানমন্ত্রী বলেন ‘অল থ্যাঙ্কস টু ইউ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংসদ সদস্য শামীম ওসমানের (নারায়ণগঞ্জ-৪) মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। বলেন, ‘অল থ্যাঙ্কস টু ইউ।’ সংসদ অধিবেশন চলার সময়ই এটা হয়েছে। ব্যাপারটা নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে একটা ঝাঁকুনির মতোই। কেননা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া জল্পনায় এত দিন বলা হচ্ছিল- ‘আইভী ইন, শামীম আউট।’ এখন অল থ্যাঙ্কস টু ইউর কারণে শামীমপন্থিরা উদ্দীপ্ত হচ্ছেন। গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে ‘আসল’ ব্যাপারটি খোলাসা করেন শামীম ওসমান। তিনি বলেন, করোনার কারণে সাধারণত প্রধানমন্ত্রীর ৫ থেকে ৭ ফুটের মধ্যে কেউ থাকতে পারেন না। অধিবেশন বিরতির সময় আমি তাঁর পেছনের সিটে বসা ছিলাম। আমার পাশে ছিলেন আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। এক পর্যায়ে প্রধানমন্ত্রী ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে আমায় দেখতে পেয়ে বলেন, ‘অল থ্যাঙ্কস টু ইউ’। শামীম ওসমান ভাবলেন, কথাটা আইনমন্ত্রীকে বলা হয়েছে। কারণ, একটু আগে একটি নতুন আইন পাস হয়েছে। কিন্তু শেখ হাসিনা পরক্ষণে আবার  বলেন, ‘অনেক অনেক ধন্যবাদ শামীম ওসমানকে।’ শামীম ওসমান জানান, তাকে ধন্যবাদ দেওয়ার পরে তিনি শেখ হাসিনার কাছে যান এবং তার কিছু কষ্টের কথা বলেন। তার বাবা-মা ও ভাইদের কিছু বিষয় (কবরস্থানে শ্মশানের মাটি ফেলা) জানান। প্রধানমন্ত্রী শামীম ওসমানকে বলেন, কষ্ট নিও না। আল্লাহ উনাদের বেহেশত নসিব করবেন। উনারা তো শুধু তোমার বাবা-মা নন। আমাদের পেছনেও তাদের অবদান রয়েছে। শামীম ওসমান আরও বলেন, ‘কথার শেষের দিকে তিনি আমাকে কাছে ডেকে নেন। আমার মাথায় হাত বুলিয়ে দেন। প্রাণভরে দোয়া করেন। একজন রাজনীতিকের এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে!’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর