জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার দায়ে বিদায়ী নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন করতে হবে। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থাকে শুধু খাদের কিনারে নেয়নি, সেইসঙ্গে সংবিধানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বিনষ্ট করে দিয়েছে এই বিদায়ী কমিশন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রব বলেন, সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা ও লঙ্ঘনের মাধ্যমে এই নির্বাচন কমিশন রাতের আঁধারে ভোট সম্পন্ন করে সরকারের হাতে জনগণের ক্ষমতা অবৈধভাবে তুলে দেওয়ার মতো অপরাধ করে এখন নিরাপদে প্রস্থান করছে। সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন না করলে রাষ্ট্রীয় যে কোনো প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘনে আরও উৎসাহিত হবে। আর এই প্রবণতা ভবিষ্যতে দেশকে সর্বগ্রাসী শাসনের দিকে নিয়ে যাবে।