শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দাবি খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় তিনি এ কথা বলেন। অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ। আহমদ আবদুল কাদের বলেন, অশ্লীলতা বেহায়াপনা, মদ, জুয়া, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। দিনের বেলায় প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে। রমজান মাসে যানজট বন্ধে বিশেষ ব্যবস্থা নিতে হবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে হবে। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে কদম ফোয়ারা, পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর