রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) যুক্ত হলো ১৬ হাজার স্কয়ার ফুটের নতুন আরেকটি হল। এ নিয়ে দেশের বৃহত্তম এ কনভেনশন সিটিতে হল সংখ্যা দাঁড়াল পাঁচটিতে। আকারে ছোট হওয়ায় হল-৫-এর ভাড়া পড়বে কম। আয়োজন করা যাবে ছোট থেকে মাঝারি আকারের বিয়ের অনুষ্ঠান, কনফারেন্স, এজিএম, করপোরেট সেমিনার, এক্সিবিশনসহ নানা অনুষ্ঠান। গতকাল নতুন হলটির উদ্বোধন করেন আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সি ও ও) এম এম জসিম উদ্দিন। এ সময় হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচআর সাদ তানভীর, আইসিসিবির জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) মনিরুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। এম এম জসিম উদ্দিন বলেন, ব্যয় সাশ্রয়ী এবং ছোট হল হওয়ায় যে কোনো ধরনের ছোট থেকে মাঝারি সামাজিক অনুষ্ঠান এখন স্বচ্ছন্দে করা যাবে আইসিসিবিতে। যারা এত দিন ঢাকার মধ্যে আন্তর্জাতিক মানের কিন্তু আকারে ছোট হল খুঁজছিলেন তাদের জন্য হল-৫ হবে আদর্শ। বছরে ৩৬৫ দিনই অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকবে এ হলে। তিনি বলেন, ‘প্রতি বছর আমরা আইসিসিবিতে পুরান ঢাকার ইফতার বাজার নামে একটা আয়োজন করি ২৫ রমজান পর্যন্ত। এবার ইচ্ছা ছিল নতুন হলে করার। হলটি আজ উদ্বোধন হলেও পয়লা রমজান থেকে এ হলে পুরান ঢাকার বাজার চলছে।’ তিনি বলেন, ‘গত কয়েক বছরে হাজার হাজার ক্লায়েন্টের সঙ্গে আমার কথা হয়েছে। অনেকের সঙ্গে কথা বলে বুঝেছি তাঁরা তাঁদের পরিবারের বিভিন্ন অনুষ্ঠান, ছেলেমেয়ের বিয়েশাদি সব সুযোগ-সুবিধা ও নিরাপত্তাসংবলিত এমন একটা আধুনিক ভেন্যুতে করতে চান। কিন্তু দেখা যায় অনুষ্ঠানের অতিথি ৫০০ জন। এজন্য বেশি টাকা দিয়ে বড় হল ভাড়া করতে হচ্ছে। বড় হলের ভাড়াও বেশি, সাজাতেও খরচ বেশি। এজন্য আমরা কিছুটা ছোট পরিসরে হল চালুর ব্যাপারে ভাবছিলাম, যাতে একটু সাশ্রয়ী হয়, সকল শ্রেণির মানুষ ভালো একটা পরিবেশে অনুষ্ঠান করতে পারেন। আজ হল-৫ চালু হলো। এটা আমাদের ১, ২, ৩ নম্বর হলের প্রায় অর্ধেক। হল-৪ সবচেয়ে বড়। আকারে ছোট হলেও হল-৫-এ সুযোগ-সুবিধার কমতি নেই। হলটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। বড় হলগুলোর মতোই সহস্রাধিক গাড়ির পার্কিংব্যবস্থা, হেলিপ্যাড সুবিধা, সাউন্ডপ্রুফ ইন্টেরিয়র ওয়াল, ইনডোর-আউটডোর কিচেন, ওয়াইফাই ইন্টারনেট, ট্রান্সপোর্ট সুবিধা, সার্বক্ষণিক সিসিটিভি সার্ভেইল্যান্স এবং কঠোর নিরাপত্তাব্যবস্থাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা এ হলে পাওয়া যাবে। এ হলের সামনে দুই লাখ স্কয়ার ফুটের এক্সপো জোন আছে। মেলা আয়োজকরা এটাকে অফিস বা ব্রিফিং সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন।’
শিরোনাম
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
ছোট পরিসরের অনুষ্ঠানের জন্য আইসিসিবিতে নতুন হল চালু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর