বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা
চালু হচ্ছে ইটিএফ

দিনভর দরপতন শেষে শেয়ারবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক

দিনভর দরপতন শেষে সামান্য উত্থান দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ারবাজারের লেনদেন। গতকাল দিনভর দরপতনেই লেনদেন চলেছে। দিনভর ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। তবে শেষদিকে মাত্র চার পয়েন্ট সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে। অবশ্য, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক বাড়লেও লেনদেনের অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এমনকি দাম কমার সর্বোচ্চ সীমা স্পর্শ করে ৪০ প্রতিষ্ঠান। সেপ্টেম্বরের মধ্যে চালু হতে যাচ্ছে অল্টারনেটিভ  ট্রেডিং বোর্ড (এটিবি) ও এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ)। ইটিএফ থেকে নির্দিষ্ট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। চাইলেই যেকোনো সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এতে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা জিয়াউল করিম উপস্থিত ছিলেন।

তারিক আমিন ভূইয়া বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ইটিএফ চালু হবে। এটা অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো। যা অ্যাসেট ম্যানেজারের মাধ্যমে পরিচালিত হবে এবং মিউচ্যুয়াল ফান্ডের ন্যায় ট্রাস্টি থাকবে। এছাড়া ইটিএফ শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে এবং লভ্যাংশ  দেবে। শুরুতে ৫০ কোটি টাকা দিয়ে ডিএসই-৩০ সূচকের  কোম্পানিগুলো নিয়ে ইটিএফের যাত্রা শুরু করা হবে। এই ৫০ কোটি টাকা অনেকটা মিউচ্যুয়াল ফান্ডের ন্যায় সংগ্রহ করা হবে এবং তা দিয়ে অ্যাসেট ম্যানেজার শুধু ডিএসই-৩০ সূচকের কোম্পানিতেই বিনিয়োগ করতে পারবেন। এমনকি ওই ৩০ সূচকের প্রতিটি কোম্পানিতে ওয়েটেড এভারেজ ভিত্তিতে বিনিয়োগ করা হবে। ৫০ কোটি টাকার ইটিএফ গঠনের জন্য উদ্যোক্তা ১০ শতাংশ হারে ৫ কোটি টাকা এবং অ্যাসেট ম্যানেজার ২ শতাংশ হারে ১ কোটি টাকা বিনিয়োগ করবেন। বাকি ৪৪ কোটি টাকা  শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে বা প্রাইভে প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে। তারিক আমিন ভূইয়া বলেন, ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) কোম্পানিগুলো এটিবিতে লেনদেন হবে। এছায়া অতালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড ও প্রাইভেট প্লেসমেন্ট  লেনদেন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর