শিরোনাম
বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

কর্মকর্তাদের কথা না বলার নির্দেশ এনবিআরের

বিশেষ প্রতিনিধি

রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের কথা না বলার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সংস্থাটি গতকাল অফিস আদেশ জারি করে বলেছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, এনবিআরে কর্মরত কিছু কর্মকর্তা ও কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার ও টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্রপত্রিকা, অনলাইন মাধ্যমে বক্তব্য বা মতামত বা নিবন্ধন বা পত্র প্রকাশ করছেন। সরকারের নীতি-নির্ধারণী অনেক বিষয়েও বক্তব্য বা মতামত দিচ্ছেন; যা সরকারি কর্মচারী (আচরণ), ১৯৭৯-এর বিধি ২২ পরিপন্থী। গতকাল এক অফিস আদেশে এসব কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়- ‘সরকারি কর্মচারী বিভাগীয় প্রধানের পূর্বানুমোদন ছাড়া কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বেতার কিংবা টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহণ করতে অথবা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে অথবা বেনামে অথবা অন্যের নামে কোনো নিবন্ধন বা পত্র লিখতে পারবেন না।’

অফিস আদেশে আরও বলা হয়- সরকারি কর্মচারী (আচরণ), ১৯৭৯-এর বিধিমালা সব সরকারি কর্মকর্তা বা কর্মচারীর জন্য অবশ্য পালনীয়। এ অবস্থায় ওই বিধিমালার বিধি ২২সহ সব বিধান যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আদেশক্রমে নির্দেশ প্রদান করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর