বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

দুই দিন পর সূচক বাড়ল শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দুই দিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে দুই বাজারেই বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৫৯টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৭২ পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি বাজারটিতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৭৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৬২ কোটি ৬১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৯৮ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৯৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ টাকা ৬০ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১৩২ টাকা ৮০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা রবির ২৬ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৪১ টাকা। লেনদেন অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। দাম কমেছে ১২৬টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর