শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

খুবিতে ১০ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষা ও পরীক্ষা অধ্যাদেশে ‘পরীক্ষার্থী কর্তৃক পালনীয় শর্তাবলি এবং অপরাধের শাস্তি’ সংক্রান্ত বিধি অনুযায়ী শৃঙ্খলা কমিটির সুপারিশ ও প্রশাসনিক অনুমোদনের পর শিক্ষার্থীদের এ শাস্তি দেওয়া হয়।

গতকাল পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে তৃতীয় বর্ষের মুদাব্বির হোসেন, ফার্মেসি ডিসিপ্লিনে তৃতীয় বর্ষের সাঈদ আফ্রিদী, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে দ্বিতীয় বর্ষের কামরুল হাসান সোহাগ, অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে তৃতীয় বর্ষের তৌফিকুর রহমান নাদিম, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের তাজুল ইসলাম ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি সায়েন্স ডিসিপ্লিনের প্রথম বর্ষের আনন্দ কুমার বিশ্বাসকে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল ও পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের  টার্ম-২-এর জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া স্থাপত্য ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের আজহারুল ইসলামের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম টার্মের অ্যাগ্রিকালচার অ্যান্ড হিউম্যান বিহেভিয়র কোর্সের পরীক্ষা বাতিল, স্থাপত্য ডিসিপ্লিনে প্রথম বর্ষের রাকিব-উজ-জামান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রথম বর্ষের মাহমুদুল হাসান ও একই ডিসিপ্লিনে ওয়ালিজা হক রোজার ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর