শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

স্টুডিওতে মেলে সনদ প্রশংসাপত্র!

কুমিল্লা প্রতিনিধি

বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানির পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরির অভিযোগে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। কুমিল্লা নগরীর ইপিজেড এলাকার একটি ছবি তোলার স্টুডিও থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময়ে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিপিইউ, বিভিন্ন ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের নথিপত্র উদ্ধার করা হয়।  গ্রফতার ওই ব্যক্তি জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা (দণি পাড়া) গ্রামের মৃত ফজর আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪)। গতকাল র‌্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন বিষয়টি জানিয়েছেন। মেজর সাকিব জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার স্টুডিওর মধ্যে ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানির পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরি করে। এসব ভুয়া সনদ তৈরির জন্য সে লোকজনের নিকট থেকে মোটা অঙ্কের অবৈধ অর্থ গ্রহণ করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর