শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সর্বত্র দুর্নীতি সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

সর্বত্র দুর্নীতি সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি : পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী পরিচালিত না হওয়ায় দেশ এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি। এ অবস্থায় একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। তিনি বলেন, আগামী নির্বাচনে একজন আল্লাহভীরু নেতা নির্বাচনের মাধ্যমে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হবে। গতকাল রাজধানীর পুরানা পল্টনের  আইএবি মিলনায়তনে ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন সম্ভব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর