শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
চট্টগ্রামে প্রতিবাদ সভা

উইঘুরে মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক ভূমিকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চীনের উইঘুর মুসলমানদের ওপর চালানো নির্যাতনকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবি করে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুুল খালেক মিলনায়তনে গতকাল প্রতিবাদ ও আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। সভায় বক্তারা বলেন- চীনে ২২ লাখ তুর্কি ও উইঘুর মুসলিমদের দীর্ঘদিন ধরে গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতন, যৌন নিপীড়ন,  জোরপূর্বক আটকে রাখার প্রতিবাদে এ ‘প্রতিবাদ ও আলোচনা সভার’ আয়োজন করা হয়েছে। চীনা সরকার মিডিয়ার সব কর্মকা- স্তব্ধ রেখে বছরের পর বছর ২২ লাখ মুসলিমকে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে তাদের প্রতিনিধির মাধ্যমে নির্যাতন, যৌন নিপীড়ন, হত্যাসহ অপরাধ কর্মকা- চালিয়ে যাচ্ছে। আলোচনা সভা আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ চট্টগ্রাম মহানগর সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর