মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

২৮ বছরে হয়েছে ইবির মসজিদ নির্মাণের মাত্র অর্ধেক কাজ

রাকিব হোসেন, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। ২৮ বছরে কাজ হয়েছে মাত্র ৫০ শতাংশ। বাকি কাজ করতে এখনো তিন বছর ও ৫০ কোটি টাকার প্রয়োজন। বাজেট শেষ হওয়ায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস। নির্মাণ কাজ শেষ হলে মসজিদটিতে একসঙ্গে ১৭ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন এবং প্রতিষ্ঠানভিত্তিক সর্ববৃহৎ মসজিদ হবে। জানা যায়, ক্যাম্পাসের পশ্চিম দিকে দুই দশমিক ২৫ হেক্টর জায়গাজুড়ে সরকারি অর্থায়নে চারতলা বিশিষ্ট মসজিদের কাজ শুরু হয় ১৯৯৪ সালে। কাজ শুরু হলে বিদেশি প্রতিষ্ঠানও অর্থ বরাদ্দ দেয়। তবে টাকা ভিন্ন খাতে ব্যয়ের অভিযোগ পেলে টাকা ফেরত নেয় তারা। এরপর কয়েক দফায় সম্প্রসারণে মসজিদের ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়। এরপর থেকে মসজিদের কাজ বন্ধ হয়ে আছে। জানা যায়, মসজিদের চারতলা পর্যন্ত ছাদের কাজ সম্পন্ন হয়েছে। তবে মসজিদের প্রথম ও চতুর্থতলা ব্যবহার অনুপযোগী। মসজিদের পূর্বাংশের কাজ সম্পন্ন হয়েছে। তবে উত্তর ও দক্ষিণ অংশের কাজ অসম্পূর্ণ রয়েছে। এখনো ইলেকট্রিকাল, স্যানিটারি, শব্দযন্ত্র স্থাপন, লাইব্রেরি, রিসোর্স সেন্টার স্থাপনের কাজ বাকি রয়েছে। এ ছাড়া মসজিদের নিচতলায় বাজার তৈরির লক্ষ্যে কক্ষ তৈরি হলেও সেসব কক্ষ স্টোর রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দীন মো. তারেক বলেন, ‘বাজেটের টাকা শেষ হওয়ায় কাজ বন্ধ রয়েছে। এখনো প্রায় ৫০ শতাংশের বেশি কাজ বাকি। আমরা বাজেটের জন্য সরকারের কাছে আবেদন করব।

 বাজেট পেলে তিন বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর