চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডসহ আশপাশের সব স্থাপনার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে ‘চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীসহ অন্যান্য নদ-নদী, খাল-বিল, জলাশয় দখল ও দূষণ’ সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ নির্দেশনা বাস্তবায়ন করে আগামী সাত দিনের মধ্যে নদী রক্ষা কমিশনে প্রতিবেদন জমা দিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন,?মঙ্গলবার সকালে আনোয়ারার বদলপুরা এলাকা সরেজমিন পরিদর্শন করেছি। বাংলাদেশ মেরিন একাডেমির পাশে কর্ণফুলী ড্রাইডকসহ আরও কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা সরেজমিন ঘুরে ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি এই প্রতিষ্ঠানগুলো পুরোপুরি নদী দখল করে গড়ে তোলা হয়েছে। তাই কর্ণফুলী ড্রাইডকের বিষয়ে একটি বিশেষজ্ঞ টিম করা হবে। সেই টিম নির্ধারণ করবে সেখানে কী হয়েছে এবং কীভাবে নদী উদ্ধার করা হবে। ততদিন কাজ বন্ধ থাকবে।
তিনি বলেন, কর্ণফুলী নদী দেশের লাইফ লাইন। এই নদী দিয়ে দেশের ৯৫ শতাংশ আমদানি-রপ্তানি পরিচালিত হয়। কর্ণফুলী নদীর প্রবাহ বা নাব্য যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।