বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পতনের ভয়ে সরকার আর্তনাদ করছে। দুর্নীতির উল্লম্ফন এবং উন্নয়নের ফানুস উড়িয়ে কোনো কাজ হচ্ছে না। ফলে প্রতিদিনই সরকারের মন্ত্রীরা অসত্য, বিভ্রান্তমূলক, মনগড়া বক্তব্য ও মিথ্যাচার করছেন। আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত মানুষের কাছে লোক হাসানোর পাত্র হচ্ছেন। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিক হাওলাদারকে হাই কোর্টের পাশের রাস্তা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আলী আকবর চুন্নুকে অবিলম্বে পরিবারের কাছে হস্তান্তর এবং রফিক হাওলাদার ও হারুন উর রশীদ হারুনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।