শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : ইসলামী ঐক্য আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলন নেতৃবৃন্দ বলেছেন, মাদরাসা স্বতন্ত্র এবং এসএসসি ও এইচএসসিতে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মোস্তফা তারেকুল হাসান, অধ্যাপক মাওলানা এএমএম কামাল উদ্দিন, মাওলানা মো. ফারুক আহমাদ, মাওলানা মো. আবু বকর সিদ্দিক  প্রমুখ। নেতারা বলেছেন, দেশ-জাতি আজ মহাসংকট অতিক্রম করছে। শতকরা ৯৫ ভাগ মুসলমানের এই দেশে মুসলিম জাতিসত্তা সংকটাপন্ন। সরকার দেশের সব শিক্ষাব্যবস্থা থেকে ইসলামি শিক্ষা বাদ দিয়ে নাস্তিক্যবাদী শিক্ষাব্যবস্থা চালু করার দ্বারপ্রান্তে। নেতৃবৃন্দ জমিয়তে মুদারেসীন ঘোষিত ১৩ দফার প্রতি সমর্থন জানান। অবিলম্বে তা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর