শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ ছাড়া ক্যাম্পাসে আলোকসজ্জা, মুক্তমঞ্চে আগামীর পরিকল্পনা উপস্থাপন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে চারটি ডিসিপ্লিনে ৮০ ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। ১৯৯১ সালের ৩০ আগস্ট প্রথম ওরিয়েন্টেশন এবং ৩১ আগস্ট ক্লাস শুরুর মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সূচনা হয়। একই বছরের ২৫ নভেম্বর শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের বত্রিশ বছর পূর্ণ হলো। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইতোমধ্যে আস্থার জায়গা সৃষ্টিতে সক্ষম হয়েছে। এটা ধারণ করেই খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বিশ্বমান অর্জনের পথে।

জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার সম্মিলনে খুলনা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পরিগ্রহের পথে।

এ বিশ্ববিদ্যালয় শিগগিরই শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিশ্বে স্থান করে নেবে। জানা যায়, বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্কুল বা অনুষদের সংখ্যা আটটি এবং ডিসিপ্লিন বা বিভাগের সংখ্যা ২৯টি। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ হাজার। খুলনা বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষক আছেন পাঁচ শতাধিক, যার এক তৃতীয়াংশই পিএইচডিধারী। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২, যা বিশ্বমানের। শিক্ষা কার্যক্রম চালুর পর থেকে শান্তিপূর্ণ পরিবেশে নিরবচ্ছিন্নভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় সেশনজট, সন্ত্রাস ও রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বতন্ত্র ভাবমূর্তি অর্জনে সক্ষম হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর