বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিলেটে অবৈধভাবে নির্মিত বাসা ভাঙল সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবৈধভাবে নির্মিত একটি বাসা ভাঙার কাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল দুপুর থেকে নগরীর মধুশহীদ এলাকার ওই বাসাটি ভাঙার কাজ শুরু হয়। পরে বাসার মালিক স্বেচ্ছায় নিজ খরচে ভাঙার প্রতিশ্রুতি দিলে সিসিকের উচ্ছেদকারী দল ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে ফিরে যায়।

সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, মধুশহীদ ৩৭ নম্বর বাসার মালিক মোর্শেদ আহমদ করপোরেশন থেকে যে নকশা অনুমোদন করিয়ে নিয়েছেন, সে অনুযায়ী বাসা নির্মাণ করেননি। নকশাবহির্ভূতভাবে তিনি বাসা নির্মাণ করে ইমারত বিধিমালা আইন লঙ্ঘন করেছেন। কয়েকবার তাকে নোটিস দেওয়া হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। তাই মঙ্গলবার দুপুর থেকে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী হাকিম মতিউর রহমানের নেতৃত্বে বাসা ভাঙার কাজ শুরু হয়। একাংশ ভাঙার পর বাসার মালিক স্বেচ্ছায় নিজ খরচে বাসাটি ভেঙে ফেলতে রাজি হওয়ায় তাকে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়।

প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বিধিবহির্ভূতভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন নিয়মিত অভিযান চালায়। গত সপ্তাহে শাহী ঈদগাহে একটি বাসা উচ্ছেদ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর