সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জগন্নাথপুরে অভিযানে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিনভর বাড়িটিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সকাল ১০টা থেকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামের আখলাকুর রহমানের ছেলে আফজাল হোসেনের (৩৫) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এতে সেনাবাহিনীর একটি দল পুলিশকে সহযোগিতা করে। পুলিশ জানায়, গত শুক্রবার জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক আদালত থেকে জারিকৃত একটি সমন নিয়ে আসামি আফজাল হোসেনের বাড়িতে যান। এ সময় আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক আসামির বসতঘরের বিভিন্ন কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান। পরে থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করলে তারাও ঘরের বিভিন্ন কক্ষে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার, সার্কিট ও সরঞ্জাম দেখতে পান।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার সকালে জগন্নাথপুর থানাপুলিশ বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ টিম, স্পেশাল একশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম, ডিএমপি, অ্যান্টিটেরোরিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম নিয়ে ওই বাড়িটি ঘিরে রেখে অভিযান চালায়।  এ সময় বসতঘর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

সুনামগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর