বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ডায়ালাইসিস ফি বৃদ্ধি আন্দোলন

পুলিশের ভূমিকা তদন্ত করতে কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ আন্দোলনে পুলিশের ভূমিকা তদন্ত করতে কমিটি গঠন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মাহতাব উদ্দিনকে কমিটির প্রধান করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) আলী হোসেন, অতিরিক্ত উপকমিশনার নগর বিশেষ শাখা। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়। গতকাল কমিটি গঠনের বিষয়টি প্রকাশ্যে আসে।

কমিটির প্রধান অতিরিক্ত কমিশনার মাহতাব উদ্দিন বলেন, ‘এরই মধ্যে কমিটি তদন্তের কাজ শুরু করেছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারব।’

অভিযোগ উঠেছে- ১০ জানুয়ারি ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে চমেক হাসপাতালে আন্দোলন চলাকালে রোগীদের লাথি এবং মারধরের অভিযোগ ওঠে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মুস্তাকিমসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচলাইশ থানা পুলিশ। মুস্তাকিমকে গ্রেফতার এবং নারী কিডনি রোগীকে লাথির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সিএমপি। এমন অবস্থায় ঘটনাটি তদন্তের নির্দেশ দেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর