বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বৈধতা পাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

৫ হাজার যানের অনুমতি দেবে বরিশাল সিটি করপোরেশন

রাহাত খান, বরিশাল

বৈধতা পাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

প্রায় পাঁচ বছর কাগজপত্রবিহীন অবস্থায় চলার পর ব্যাটারিচালিত ৫ হাজার হলুদ অটোরিকশার বৈধতা দিচ্ছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ লক্ষ্যে ইতোমধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে।

ব্যাটারিচালিত হলুদ অটোরিকশার প্রথম বৈধতা দেন সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের (২০০৮-২০১৩ সাল) মেয়র শওকত হোসেন হিরণ। ২০১৩ সালের আগস্টে সিটি মেয়র আহসান হাবিব কামাল তৃতীয় পরিষদের দায়িত্ব নেওয়ার পর তিনিও কিছু অটোরিকশার লাইসেন্স দেন। ২ হাজার ৬২৮টি বৈধ অটোরিকশা বাবদ বছরে প্রায় আড়াই কোটি টাকা রাজস্ব পেত বিসিসি। ২০১৮ সালের ২৩ অক্টোবর চতুর্থ পরিষদের মেয়র সাদিক আবদুল্লাহ দায়িত্ব নেওয়ার পর অটোরিকশার লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত নেন। তিনি সিটি করপোরেশনের অটোরিকশা শাখা বিলুপ্ত করেন। সেই থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ১০ হাজারের বেশি হলুদ অটোরিকশা। এতে রাজস্ব বঞ্চিত হচ্ছে বিসিসি তথা সরকার। বৈধতা না থাকায় ট্রাফিক পুলিশের হাতে প্রতিদিনই আটক হয় হলুদ অটোরিকশা। মোটা অঙ্কের জরিমানা দিয়ে ছাড়াতে হয় সেগুলো। এভাবে প্রায় পাঁচ বছর আটক আর মামলা খেলার পর হলুদ অটোরিকশার বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেন বিসিসি মেয়র। গত বছর ১৬ মে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অটোরিকশা শ্রমিকদের এক সমাবেশে নতুন করে ৫ হাজার অটোরিকশার লাইসেন্স দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রতিটি ওয়ার্ডে একটি করে চার্জিং পয়েন্ট করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন মেয়র। লাইসেন্স দেওয়ার পর নগরীতে অবৈধ কোনো অটোরিকশা চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রতিটি ওয়ার্ডে তালিকা তৈরির পর গত ১৯ জানুয়ারি থেকে অটোরিকশার লাইসেন্স দেওয়ার জন্য ফরম বিতরণ শুরু করে নগর ভবন। গতকাল পর্যন্ত প্রায় ৬ হাজার আবেদন ফরম দেওয়া হয়েছে বিনামূল্যে। তবে একেকটি অটোরিকশার লাইসেন্স বাবদ কত টাকা রাজস্ব নেওয়া হবে তা এখনো চূড়ান্ত করেনি বিসিসি। অটোরিকশা লাইসেন্স প্রদানে দায়িত্বপ্রাপ্ত বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার জানান, ফরম বিতরণ চলমান প্রক্রিয়া। গতকাল পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার ফরম বিতরণ হয়েছে। অটোরিকশা লাইসেন্স প্রদান বাবদ রাজস্ব ফি নির্ধারণ করবে বিসিসি পরিষদ। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ বলেন, বরিশাল নগরীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা নেই। গ্রামের অনেক অটোরিকশা শহরে এসে যানজটের কারণ হয়ে দাঁড়ায়। তাদের নিয়ন্ত্রণে আনার জন্য মেয়র ৫ হাজার অটোরিকশা লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লাইসেন্সকৃত সব অটোরিকশা একই ধরনের রং করা থাকবে। এতে তারা জবাবদিহিতার আওতায় থাকবে। আইনের আওতায় আনা সহজ হবে। এরপর অবৈধ অটোরিকশা উচ্ছেদের জন্য মেট্রোপলিটন পুলিশের কাছে বৈধ অটোরিকশার তালিকা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর