বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নাফ নদে বিজিবি বিজিপির মহড়া

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপির) উদ্যোগে যৌথ মহড়া হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নাফ নদে যৌথ মহড়া চলে। বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত কার্যকরভাবে সুরক্ষিত রাখার লক্ষ্যে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত ব্যবস্থাপনার সব ধরনের প্রটোকল মেনে শূন্য লাইনে নাফ নদে বিজিবি-বিজিপি পর্যায়ে যৌথ টহল শুরু হয়। যৌথ টহলে ১২ সদস্য বিশিষ্ট বিজিবির টহলে নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপির ১২ সদস্যের টহল দলের নেতৃত্ব দেন বিজিপি মংডু ১ নম্বর ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল ইয়ে ওয়াই শো। তিনি জানান, ২০২০ সালের মার্চ থেকে প্রায় তিন বছর বিশ্বজুড়ে কভিড-১৯-এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এবং ২০২২ সালের জুলাই মাস থেকে মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতির কারণে উভয় দেশের মধ্যে যৌথ টহল বন্ধ ছিল, যা সীমান্ত ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব ফেলে।

এর প্রেক্ষিতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঐকান্তিক ও কূটনৈতিক প্রচেষ্টায় গত বছরের ৩০ অক্টোবর বিজিবি-বিজিপি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে উভয় দেশের সম্মতিতে সীমান্তে সার্বক্ষণিক নজরদারির লক্ষ্যে এই যৌথ টহল শুরু করার সিদ্ধান্ত  হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর