রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্যাকেজ কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ

সামছুজ্জামান শাহীন, খুলনা

প্যাকেজ কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বললেও কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দলটি। এরই মধ্যে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে খুলনায় উপজেলা ভিত্তিক সম্মেলনের তারিখ ঘোষণা, অভ্যন্তরীণ কোন্দল নিরসন, সংসদীয় নির্বাচনে আসন ভিত্তিক কমিটি, দলীয় প্রার্থী বাছাই, কেসিসি নির্বাচনে কেন্দ্র ভিত্তিক কমিটি, উন্নয়ন প্রচারণা, পথসভা-জনসভার প্যাকেজ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।

জানা যায়, ২০১৮ সালের ১৫ মে সর্বশেষ খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচ বছরের ব্যবধানে চলতি বছরের মে-জুন মাসে পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিভিন্ন সভা-সমাবেশে প্রার্থী ঘোষণা ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগ। একইভাবে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলকে সুসংগঠিত করতে উপজেলা ভিত্তিক সম্মেলনের তারিখও ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ১৫ ফেব্রুয়ারি কয়রা উপজেলা, ১৬ ফেব্রুয়ারি দাকোপ, ১৯ ফেব্রুয়ারি ডুমুরিয়া, ২০ ফেব্রুয়ারি বটিয়াঘাটা, ২৩ ফেব্রুয়ারি ফুলতলা, ২৬ ফেব্রুয়ারি দীঘলিয়া, ২৭ ফেব্রুয়ারি রূপসা ও ২৮ ফেব্রুয়ারি তেরখাদা উপজেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন করে সংগঠনকে গতিশীল করতে নেতাদেরকে দলীয় সব সিদ্ধান্ত মেনে সাংগঠনিক কর্মকান্ড চালানোর জন্য নির্দেশনাও দেওয়া হয়। অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, অপপ্রচারই হচ্ছে বিএনপি-জামায়াতের মূল সম্পদ। পাড়া-মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। সব অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এদিকে আসনভিত্তিক দায়িত্ব বণ্টনের কথা জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী বলেন, বর্ধিত সভার মাধ্যমে সংসদীয় আসনভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলেও নেতা-কর্মীদের খন্ড খন্ড টিম শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে সরকারের অর্জনকে তুলে ধরবে। তারা দলকে সুসংগঠিত করতেও কাজ করবে।

অপরদিকে বর্তমান সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেককে প্রার্থী ঘোষণা দিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি ঘোষণার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তালুকদার আবদুল খালেক বলেন, ২০২৪ সালের শুরুতে সংসদ নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীদের পরীক্ষা দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনতে তৃণমূলের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্যই শক্তিশালী সংগঠন ও পরীক্ষিত নেতার প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর