বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাবিতে জাতীয় কবিতা উৎসব শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবিতে জাতীয় কবিতা উৎসব শুরু

‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’ মর্মবার্তা নিয়ে ভাষার মাসের প্রথম দিনে শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব। কবি আর কবিতার এ মিলনমেলায় দেশীয় কবিদের পাশাপাশি যোগ দিয়েছেন ভারত, ভুটান, নেপাল, অস্ট্রিয়া ও ইরানের কবিরা।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৩৫তম জাতীয় কবিতা উৎসব-২০২৩’। সকালে পতাকা উত্তোলন, উৎসব সংগীত ও একুশের গানের মধ্য দিয়ে পর্দা ওঠে উৎসবের। উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাতসহ দেশ-বিদেশের অনেক বরেণ্য কবি ও বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। করোনা মহামারির কারণে গত দুই বছর কবিতা উৎসব অনুষ্ঠিত হয়নি। তাই এ বছর ঘটা করে উৎসবের আয়োজন করছেন আয়োজকরা। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত কবি হাবিবুল্লাহ সিরাজী ও কবি কাজী রোজীর প্রতি। দুই দিনের এ উৎসবে কবিতা পাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, কবিতা আবৃত্তি ও গানের মধ্য দিয়ে এবারের স্লোগানকে তুলে ধরা হবে। বৃহস্পতিবার উৎসবের শেষ দিনে জাতীয় কবিতা উৎসব পুরস্কারপ্রাপ্ত কবির নাম ঘোষণা করা হবে। উদ্বোধন শেষে কবি আসাদ চৌধুরী বলেন, একটি দেশের সাহিত্য-সংস্কৃতি দেশকে এগিয়ে নেয়। তাই কবি-সাহিত্যিকদের মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, ‘কাগজের দাম কমান। কাগজের দাম না কমালে আমাদের বই বেরোবে না। বই বের না হলে আমরা পাঠকের সামনে যেতে পারব না। আমাদের জ্ঞানী-গুণী, কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার কে কী ভাবছেন, তা জানতে পারব না। আমি আশা করি, সরকার এদিকে কান দেবে। দেশটা মূর্খ হয়ে যাক, নিশ্চয়ই সরকার তা ভালো মনে করে না।’

উল্লেখ্য, স্বৈরাচারের শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে ১৯৮৭ সালে শুরু হয়েছিল জাতীয় কবিতা উৎসবের। কালের পরিক্রমায় এ উৎসব ৩৫ বছরে পদার্পণ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর