রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ সরকার ক্রীড়াকে গুরুত্ব দিয়ে কাজ করছে : আমু

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ক্রীড়ার মাধ্যমে শরীরিক সুস্থতা অর্জন করা যায়। মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বহির্বিশ্বে দেশ পরিচিতি লাভ করে। আওয়ামী লীগ সরকার ক্রীড়াকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। গতকাল ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু আরও বলেন, বাংলাদেশের মেয়েরা বিভিন্ন ক্রীড়ায় অংশ নিয়ে সুনাম অর্জন করেছে। এটা আমাদের জন্য গৌরবের। পাঠ্য অভ্যাস, খেলাধুলা, শারীরিক ব্যায়াম করলে তরুণরা বিপথগামী হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয় থেকে ক্রীড়ার প্রতি দৃষ্টি দিয়েছেন। তিনি জাতির জনক ও তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছার নামে একটি টুর্নামেন্ট চালু করেছেন। যাতে শিশুরা ক্রীড়ার প্রতি মনোযোগী হতে পারে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক এ মন্ত্রী। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।

বিকালে ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর