শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জাপানি দুই শিশুর বাবার আপিল গ্রহণ সমঝোতার পরামর্শ আদালতের

নিজস্ব প্রতিবেদক

দুই সন্তানকে জাপানি মায়ের জিম্মায় দেওয়ার রায়ের বিরুদ্ধে বাংলাদেশি বাবার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। ঢাকার জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া গতকাল আপিল গ্রহণ করেন। সেই সঙ্গে দুই পক্ষকে সালিশে বসে বিষয়টি সমাধানের পরামর্শও দেন তিনি। তবে ছোট মেয়ে এর আগে বাবা ইমরান শরীফের কাছে থাকায় তিনি সেই পরিস্থিতি অব্যাহত রাখতে স্থিতাবস্থার একটি আবেদন করেন, যা বিচারক আমলে নেননি। আদালতে শিশুদের বাবা ইমরান শরীফ ও মা নাকানো এরিকো হাজির ছিলেন। সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক এর আগে বাচ্চাদের আলাদা ডেকে কথাবার্তা শুনেছেন কি না- জানতে চেয়ে বিচারক হাবিবুর রহমান বলেন, শিশুরা কার সঙ্গে থাকবে, সে বিষয়ে একেক সময় একেক কথা বলবে। কিন্তু আপনারা কল্যাণের বিষয়টি দেখবেন। ন্যাচারাল ট্রেন্ড, ন্যাচারাল ল-এর বিষয়টি আসল। আদালতে আপিলকারীর পক্ষে নাসিমা আক্তার লাভলী, নূরুল ইসলাম মিলন এবং বিবাদীপক্ষের আহসানুল করিম ও শিশির মনির উপস্থিত ছিলেন।

দুই সন্তানের জিম্মা পেতে বাংলাদেশে আসা জাপানি নারী নাকানো এরিকোর বিরুদ্ধে শিশুদের বাবা বাংলাদেশি ইমরান শরীফের মামলা গত ২৯ জানুয়ারি খারিজ করে দেন আদালত।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান যে রায় দিয়েছিলেন সেখানে বলা হয়, মামলাটির বিচার করার এখতিয়ার এই আদালতের আছে- এমনটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বাদী। তাছাড়া বাদী-বিবাদী ও শিশু দুটির সর্বশেষ বসবাসের স্থান জাপান হওয়ায় পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর ধারা ৬ (১) অনুযায়ী মামলাটি চলতে পারে না। এর ফলে দুই শিশু মায়ের জিম্মাতেই থাকবে বলে সে সময় জানান আইনজীবীরা। তবে ওই রায়ের বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি আপিল করেন ইমরান শরীফ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর