বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ দিনে লেনদেনের শুরুতে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শেষ পর্যন্ত সূচকের পতন হয়েছে। একই সঙ্গে দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে নেমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২০টির। আর ১৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩২৬ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬৯ কোটি ৯ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে শূন্য দশমিক ২৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১২২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৬টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর